হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক জাল নোট ইয়াবা উদ্ধার ও ধর্ষন মামলার প্রধান আসামী গ্রেফতার।

received_699900372355091.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-

হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ০২ জন আসামীসহ ২০, ০০০/- টাকার জাল নোট, ০১ আসামীসহ ১০ পিস ইয়াবা উদ্ধার ও ধর্ষন মামলার প্রধান আসামীসহ একাধিক আসামী গ্রেফতার।

হবিগঞ্জ জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, হবিগঞ্জ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষন, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম গত ০৫ ফ্রেব্রুয়ারি ২০২৪খ্রি. তারিখ বিকালে বিশ হাজার টাকার জাল নোটসহ ০১) সৈয়দ সাজিদুল হক (৩৫), পিতা-মৃত সৈয়দ হুমায়ূন কবির, সাং-শ্যামলী, হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ ও ০২) মোঃ শাকিল আহমদ (৩৬), পিতা-মৃত আরিফ আহমেদ, সাং-মাহমুদাবাদ, হবিগঞ্জ পৌরসভা দ্বয়কে নবীগঞ্জ থানাধীন ১১নং গজনাইপুর ইউপির অর্ন্তগত গজনাইপুর সাকিনস্থ লিটন মিয়ার এসএএফ কপি হাউজ নামক দোকানের সামনে থেকে আটক করে।

লাখাই থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৫/০২/২০২৪ খ্রিঃ রাত ২৩.২৫ ঘটিকার সময় লাখাই থানাধীন ০২ নং মোড়াকরি ইউ/পির অন্তর্গত মোড়াকরি সড়ক বাজার সিএনজি স্ট্যান্ডের পাশে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ আলমগীর মিয়া (২৩), পিতা- ছুরুক মিয়া, সাং- মোড়াকরি (মোকামহাটি), থানা-লাখাই, জেলা- হবিগঞ্জ কে গ্রেফতার করেন।

মাধবপুর থানা পুলিশের একটি অভিযানিক দল ধর্ষন মামলার প্রধান আসামী মোঃ জাহির মিয়া (৪৫) পিতা-মৃত রফু মিয়া, সাং-বাখরনগর, ১১নং বাঘাসুরা ইউপি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে গত ০৬/০২/২০২৪খ্রিঃ তারিখে বাঘাসুরা এলাকা হইতে গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে।
এছাড়াও জেলার বিভিন্ন থানায় পরোয়ানাভূক্ত কয়েকজন আসামী গ্রেফতার করা হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top