লক্ষ্মীপুরে রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

Messenger_creation_1118317702581242.jpeg

স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে দৈনিক সবুজ জমিনের সম্পাদক মোঃ আফজাল হোসেন সবুজ কে সভাপতি  ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এবং  নতুন পথ পত্রিকার সম্পাদক বেলাল উদ্দিন সাগর কে

সাধারণ সম্পাদক  করে এ কমিটি গঠন করা হয়েছে ।১ জুলাই সোমবার সকাল ১১.০০ টায় ক্লাবের অস্থায়ী

কার্যালয়ে সাধারণ সভায় উপস্থিত সদস্য গনের সর্বসম্মতিক্রমে  ২০২৪ – ২০২৫ সালের জন্য  এ কমিটি গঠন করা হয়।

নব নির্বাচনিত সভাপতি সেক্রেটারি স্বাগত বক্তব্যে বলেন , সাংবাদিক  হচ্ছেন

সমাজের দর্পণ । আজ আপনারা আমাদের উপর যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, আমরা তা নিষ্ঠা ও সততার

সাথে পালন করার চেষ্টা করবো এ পাশাপাশি এ ক্লাবের মাধ্যমে আদর্শবান সাংবাদিক গঠনের চেষ্টা করবো ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top