রিপোর্টার : বাবলা দে , চট্টগ্রাম:
অদ্য ৮ই মার্চ ২০২৩ ইং রোজ বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মে্হাম্মদ ফখরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মু: মাহমুদ উল্লাহ মারূফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক উপপরিচালক মাধবী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছলেই উদ্দিন, ইলমা’র প্রধান নির্বাহী নারী নেত্রী জেসমিন সুলতানা পারু ও ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার জনি রোজারিও। বক্তব্য রাখেন ইপসা’র রিজিওনাল ম্যানেজার ফারহানা ইদ্রিছ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের স্টোর ইনচার্জ জান্নাতুল ফেরদাউস।