মোঃ আবু বকর, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ইয়াবাবড়িসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি হলেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিন কলাউড়া গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ ফারুক আহমদ(৩৮)।
পুলিশ সুত্রে জানা যায়,মাদক কারবারি মোঃ ফারুক আহমদ দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখে ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।
এ তথ্য পেয়ে শনিবার (৫ আগষ্ট)বিকাল ৫টা থেকে ৬ টার ভিতরে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) দেবদুলাল ধরের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ আমীর খসরু’র নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেট থেকে কলাউড়া মাদ্রাসা গামী রোডে জনৈক ইকবাল এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ ফারুক আহমদের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি কৌটার ভিতরে ৯০ (নব্বই) পিছ গোলাপী রংয়ের এমফিটামিন সমৃদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফারুক আহমদকে আটক করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।জুয়া ও মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে