মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি, ইমদাদুল ইসলাম:
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল ১১ ঘটিকায় তার প্রতিকৃতিতে পুষ্পস্তাতক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, তিনি বলেন শেখ কামাল ৭০ দশকে একজন আধুনিক চিন্তা চেতনার স্মার্ট ব্যক্তি ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতাক আল মামুন বলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন এবং মোহামেডান ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন।ক্রিকেট জগতেও তার ছিল পদার্পণ ছিল।
বীর মুক্তিযোদ্ধা সুকুমার রায় বলেন শেখ কামাল জাতির জনকের জ্যৈষ্ঠ পুত্র সন্তান তিনি একাধারে শিক্ষা বিচক্ষণ সংস্কৃত মনা ব্যক্তিত্ব এবং মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি এম এ জি ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করে। পরবর্তী সময়ে তাকে ক্যাপ্টেন পদক প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবির শিক্ষার্থী ছিলেন, সংস্কৃতি মনা ব্যক্তিত্ব ছিলেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু ও রাষ্ট্রপতির সন্তান হয়েও তিনি ছিলেন একজন নিরহঙ্কার মানুষ। আজকের এই দিনে তিনি বেঁচে থাকলে শিক্ষা সংস্কৃতি জগৎ গতিশীল হতো,আমরা তার জন্মদিনে বিদিহি আত্মার মাগফেরাত কামনা করছি।
উপজেলা পরিষদের বিভিন্ন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ছাড়াও আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাধব রায়, ফারুক পাঠান, সাংবাদিক মিজানুর রহমান, মাধবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাব্বির আহসান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শংকর পাল চৌধুরী, মাধবপুর মডেল প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও শ্রমিক লীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান সহ প্রমুখ।