স্টাফ রিপোর্টার, মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী):-
জাতীয় শোক দিবস ১৫’ই আগষ্ট উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ আগষ্ট রবিবার বিকেল চার’টার দিকে নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এর মধ্যে ১৫’ই আগষ্ট সূর্যদয় থেকে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নির্মিত রাখা, শোক র্যালী, মসজিদ, মন্দিরে দেশ ও বীর শহীদদের মাগফেরাত কামনায় প্রার্থনা, সরকারী হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী, শৈশব ও অর্থনীতির উপরে চরনা প্রতিযোগীতা সহ বিজয়ীদের মাঝেঁ পুরুস্কার বিতরণের প্রস্তুতি সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মাঈনুউদ্দিন , উপজেলা তথ্য আপা ইচমোত আরা, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোঃ নিজাম উদ্দিন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ ১৫’ই আগষ্টের আগাম প্রস্তুতি সভায় উউপস্থিত ছিলেন।