লক্ষীপুরে প্রবাসীর ঘরে, গভীর রাত্রে দুর্বৃত্তিদের হানা।

1695024630022.jpg

মো:রাসেল, লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ প্রতিনিধ:

লক্ষ্মীপুর সদর, ১৯ নং তেরীগঞ্জ ইউনিয়ন। চর মটুয়া ৭ নং ওয়ার্ড। খায়ের উল্ল্যাহ
বাপের বাড়ি, ইব্রাহিমের ঘরে গভীর রাত্রে হিং কুদে ঘরে প্রবেশ করে। ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
রিমা আক্তার (২০) ইব্রাহিমের পুত্রবধূ জানায়। সকালে ঘুম থেকে উঠে দেখে, ঘরের ওয়াড ড্রপের লক খোলা, স্বর্ণালংকার ও টাকা সব নিয়া যায়। ব্যাংক কার্ড, এনআইডি কার্ড, ও গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায়। রিমা আক্তারের, শাশুড়ি হাজরা বেগম(৬০) জানাই ।আমার ছোট ছেলে ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে, হাসপাতালে ভর্তি ছিল আমি ওর সাথে ছিলাম।সকালে আমার পুত্রবধূ আমাকে বিষয়টি মুঠোফোনে জানায়। তাৎক্ষণিক আমি আমার বাড়িতে চলে আসি, বিষয়টির চেয়ারম্যান, মেম্বারকে জানায়।এতে আমি কোন সাড়া পাই নাই, কালকে রাত্রে ঘটনা একদিন পার হয়ে গেল, এখনো উনারা কেউ পদক্ষেপ নেয়নি। আমার প্রশাসনের নিকট আকুল আবেদন

অপরাধীদেরকে, আইনের আওতায় আনে। আগে আরো একবার এরকম গঠনা করে।আমি কোন বিচার পাই নাই।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top