মো: লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে : সিরাজদিখানে আবাসিক ভবনে অগিকাণ্ড। মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি অগিকান্ডের ঘটনা ঘটেছে । বুধবার ২ মার্চ বিকাল সাড়প ৩ টায় উপজেলার নিমতলা সুখের ঠিকানা নামক এলাকার তিনতলা ভবনের ৩য় তলায় নুরজাহান বেগম নামে এক ভাড়াটিয়ার বাসায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবী করেছে ক্ষতি গ্রস্ত পরিবার ।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিগ্যান জানান,‘আমরা ধারনা করছি যে ফ্রীজের সর্ট সার্কিট থেকেই আগুনর সূত্রপাত । তিনতলা ভবনটির মালিক আব্দুল লতিফ । ৩য় তলায় নুরজান বেগম নামে এক নারী তার পরিবারসহ থাকত । অগিকান্ডের সময় তারা বাসায় ছিলেন না ।