হবিগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের বানিয়াচং থানা পরিদর্শন

Messenger_creation_533413072363855.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-

৩১/০৮/২০২৪ খ্রিঃ তারিখে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল হক খান মহোদয় হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা পরিদর্শন করেন। বানিয়াচং থানায় গত ০৫ই আগস্ট ২০২৪ খ্রি তারিখে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনায় সরকারী সম্পত্তি ও জনসাধারণের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং অনেক দুঃখ প্রকাশ করেন। পরে বানিয়াচং থানায় কর্মরত অফিসার ফোর্স ও উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গের সাথে কুশল এবং মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সকল অফিসার ফোর্সদের সতর্কতার সহিত দৃঢ় মনোবল নিয়ে দেশ ও দেশের সেবা করার পরামর্শ দেন। থানায় আগত সকল সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কাজ করার আহবান জানান।
এ সময় সম্মানিত পুলিশ সুপার মহোদয়, এলাকার জনসাধারনকে সার্বক্ষনিক পুলিশের পাশে থেকে আইনশৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতার আহবান জানান।
তাছাড়াও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, হবিগঞ্জ, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ এবং পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top