মাগুরা প্রতিনিধি :
মাগুরায় খুলনা মেট্রোপলিটনের অ্যাডিশনাল এসপি লাবনী আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার ‘মৃত্যুর’ কারণ এখনও জানা যায়নি। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সানঙ্গদিয়া গ্রামে তার নানাবাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাবনী আক্তার ছেলেবেলা থেকে নানা বাড়িতেই লালিত-পালিত হয়েছেন। লাবনী আক্তারের স্বামী তারিক আব্দুল্লাহ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। বর্তমানে তিনি ক্যানসার আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান। তিনি জানান, মাগুরা শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়ায় নানা বাড়িতে এসে খুলনা মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার নানার নাম গোলাম কুদ্দুস। বাবা শফিকুল আযম শ্রীপুরের নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বাবা শফিকুল আযম বলেন, ‘আমার মেয়ের স্বামীর সঙ্গে দীর্ঘদিন দাম্পত্য কলহ চলছিল। সে অতীতে দু’বার আত্মহত্যার চেষ্টা করেছে’।
কামরুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাবনী আক্তার দু’সন্তানের জননী।