মোঃ শহিদুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি :
কলাপাড়ায় অবৈধ ট্রলি কেড়ে নিচ্ছে বহু প্রাণ। এই অবৈধ ট্রলি গতকাল কুয়াকাটার বিকল্প সড়ক বালিয়াতলী ইউনিয়নের মুসলিয়াবাদ মারাত্মক সড়়ক দুর্ঘটনা ঘটায় এতে দুইজনের মৃত্যু হয় । ট্রলির আঘাতে অটো রিক্সায় থাকা পার্শ্ববর্তী ধানখালী ইউনিয়নের এক মায়ের দুই পা কাটা যায় পরবর্তীতে উন্নত চিকিৎসায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি এক সন্তান হারিয়েছেন অন্য সন্তান সহ পাঁচজন আশঙ্কাজন অবস্থায় রয়েছে। এই অবৈধ ট্রলিগুলো বন্ধ করতে ১০নং বালিয়াতলী ইউনিয়নে রবিবার সকাল ১১ টা মানববন্ধন করেছে সাধারণ জনগন। বক্তারা তাদের বক্তব্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই অবৈধ ট্রলি বন্ধের তীব্র দাবি জানান ও প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন।ঘাতক চালক ও চালককে পালাতে সাহায্যকারীকে গ্রেফতার করার দাবী জানান । মানববন্ধনে শত শত মানুষের অংশগ্রহণে বক্তব্য প্রদান করেন বরিশাল বেতারের সংবাদ পাঠক এইচ ইমন মুজাফফর, হারুন মোল্লা, প্রত্যক্ষদর্শী মোঃস্বপন হাং, তরুণ সমাজসেবক মোঃ ঈশা খান ভূট্টটো।
অংশগ্রহণ করেন স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষকবৃন্দ, তুলাতুলি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক মন্ডলী এবং সাধারণ জনগণ।