বাহুবল এবং নবীগঞ্জ ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহণ।

received_980388003747031.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
অদ্য ১৫ মে ২০২৪খ্রি. তারিখ বাহুবল এবং নবীগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারন নির্বাচন-২০২৪ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়।

সভায় পুলিশ সুপার, হবিগঞ্জ জনগণের সাংবিধানিক ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের লক্ষ্যে জেলার আইনশৃংখলা রক্ষায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় নির্বাচনকালীন বিভিন্ন আচরণবিধি এবং করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় আরো বলেন, আগামী ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ , সুষ্ঠ এবং জনগণের অংশগ্রহণে উৎসবমুখর, আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পূর্ন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। এখানে কোন বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। আমরা দাঙ্গাকারীদের তালিকা তৈরি করেছি। যারা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবে বা দাঙ্গায় অংশগ্রহণ করবে বা কোন রকম উসকানি দিবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

এছাড়াও অনুষ্ঠানে জনাব মোছাঃ জিলুফা সুলতানা, জেলা প্রশাসক, হবিগঞ্জ, জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ ও বাহুবল এবং নবীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার, অফিসার ইনচার্জ, বাহুবল এবং নবীগঞ্জ থানা ও অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top