কুমিল্লা দাউদকান্দি পিপিয়া কান্দিতে আইনজীবী সহকারীর বাড়িতে মধ্যরাতে ডাকাতির অভিযোগ।

282703923_366298908899298_3984452074201654712_n1.jpg

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা দাউদকান্দি মোহাম্মদপুর ইউনিয়নের পিপিয়া কান্দিতে মধ্যরাতে আইনজীবী সহকারীর বাড়িতে ডাকাতি ও হামলার অভিযোগ উঠেছে।গত শুক্রবার মধ্যরাত আনুমানিক রাত তিন ঘটিকায় পিপিয়া কান্দি মৃত লিয়াকত আলী আইনজীবী সহকারী খানবাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে, সূত্রে জানা যায়- ঘরের প্রবেশদ্বারে মূল ফটকে তালা লাগিয়ে, সহকারী আইনজীবী মৃত লিয়াকত আলী খানের বসত ঘরে ১০ থেকে ১২ জনের হেলমেট পরিহিত ডাকাতদল ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করে ,বিকট শব্দ শুনে ভেতর থেকে তার ছোট ছেলে দরজা খোলার সাথে সাথে ডাকাত সদস্যরা ঘরে প্রবেশ করেই মুহূর্তের মধ্যেই মৃত লিয়াকত আলীর ছোট ছেলে ও ছেলের স্ত্রীকে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করে এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা মৃত লিয়াকত আলী খান এর অন্যান্য ছেলেদের নাম বলে তাদেরকে খুঁজেতে থাকে, না পেয়ে তার মাকে অস্ত্র ঠেকিয়ে আলমারি ও বিভিন্ন লকার এর চাবি, ছিনিয়ে নিয়ে যায়, এবং আলমারিতে থাকা চার লক্ষ ৫০ হাজার টাকা সহ স্বর্ণালংকার লুট করে, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত লিয়াকত আলির ছোট ছেলে ও ছেলের স্ত্রী আহত হন, এবং বর্তমানে চিকিৎসাধীন,ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা , ক্ষতিগ্রস্ত পরিবারটি আইন পেশার সাথে সম্পৃক্ত থাকার কারণে বিভিন্ন লোকের জরুরি জায়গা জমির দলিল সহ কোর্টের মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজ লুট করে , ডাকাতি করে যাওয়ার সময় মামলা সংক্রান্ত কিছু সংখ্যক কাগজ আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এ বিষয়ে স্থানের মধ্যে আতঙ্ক ও মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করে, এবং ভুক্তভোগীরা জানান ডাকাতদলের ধারণা ছিল শুক্রবার ছুটির দিন হওয়ায় মৃত লিয়াকত আলীর ছেলেরা , বাড়িতে থাকবে, ভুক্তভোগীদের আত্মচিৎকারে আশেপাশে বাড়িতে থাকা লোকজন ছুটে আসলে হেলমেট পরিহিত ডাকাতদল পালিয়ে যায়, সংবাদ পেয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যে দাউদকান্দির সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন, তদন্তের স্বার্থে কোন ধরনের মন্তব্য করেনি ভুক্তভোগীরা । উক্ত ন্যাক্কারজনক ঘটনায় দাউদকান্দি মডেল থানা অজ্ঞাত নামা আসামিদের নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top