অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন হবিগঞ্জ মাধবপুরের কৃতি সন্তান এ্যাডভোকেট আয়েশা আক্তার

Messenger_creation_541138835026184.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃতি সন্তান এডভোকেট আয়েশা আক্তার বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।

গত ৫ অগাস্ট প্রবল গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগ চলে।

১২ আগষ্টের মধ্যে এটর্নি জেনারেলসহ তার কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে থাকা ৬৭ জন সহ অন্যান্যরা পদত্যাগ করেন। ফলে ১৬১ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ প্রদান করে সরকার।

বুধবারের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার সংসদ ও বিষয়ক মন্ত্রণালয়।

তারই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃতি সন্তান এডভোকেট আয়েশা আক্তার কে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ২৮ আগস্ট-২৪ এই তারিখে জারিকৃত একটি আদেশের মাধ্যমে এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

জানা যায়, তিনি মাধবপুর পৌরসভার প্রয়াত হাজী আজিজুর রহমান টকন মেম্বারের মেয়ে। বড় ভাই ফারুক রানা একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সদ্য গঠনকৃত মাধবপুর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

এডভোকেট আয়েশা আক্তার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দীর্ঘদিন সততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ খবরে মাধবপুর উপজেলা বাসি আনন্দের জোয়ারে ভাসছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top