যাত্রাবাড়ী প্রতিনিধি :
রাজধানী যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ১ নং গেইট সবুজ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে গতকাল রাত নয়টার দিকে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে রোহান আহম্মেদ সীমান্ত পিতা: মো: মানিক কে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন। পরে এলাকার লোকজন ও পরিবার সীমান্তকে ঢাকা মেডিকেল নিয়ে চিকিৎসা করে।
oplus_34
oplus_34
সীমান্তের মাথায় গুরুতর আঘাতে নয়টি সেলাই করেন। এতে এলাকায় আতংক সৃষ্টি হয়। সীমান্ত বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় দুইজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। সীমান্ত সাংবাদিকদের বলে যে,হামলাকারীরা বেশিরভাগ সবুজ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র দেখলে চিনতে পারবো। এলাকাবাসি এই কিশোর গ্যাং এর মূল হোতাসহ দ্রুত গ্রেফতার দাবি জানায়।