স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম :-
হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাধবপুর থানা পুলিশ মাধবপুর থানাধীন মাধবপুর পৌরসভাস্থ সড়ক ও জনপদের ডাক বাংলোর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পূর্বপাশে খালি জায়গা হতে ০৩/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় ১। সামছুদ্দিন (৪০), পিতা-আমিনুল হক, মাতা-রাহেলা আক্তার, সাং-বাগ পাচড়া, আমিনুল হক হুজুরের বাড়ী, ডাকঃ নান্দিয়া পাড়া, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী, ২। মাইন উদ্দিন (৩৯), পিতা-মোঃ আবদুর রশিদ, মাতা-ছালেহা খাতুন, সাং-শ্রীহাস্য, মজুমদার বাড়ী, নাঙ্গলকোট পৌরসভা, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লাদ্বয়কে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয়ের হেফাজত হতে (ক) ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর ১৪৮ (একশত আটচল্লিশ) পিচ ভারতীয় বিভিন্ন রংয়ের নরমাল থ্রিপিচ, প্রতিটি থ্রীপিচের মূল্য অনুমান ০১ হাজার টাকা করিয়া (১৪৮x১০০০)=১৪৮,০০০/- (একলক্ষ আটচল্লিশ হাজার) টাকা, (খ) ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর ৪৮ (আটচল্লিশ) পিচ ভারতীয় বিভিন্ন রংয়ের ক্যাটালগ থ্রিপিচ, প্রতিটি থ্রীপিচের মূল্য অনুঃ ২৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা করে (৪৮x২৫০০)=১২০,০০০/- (একলক্ষ বিশ হাজার) টাকা, (গ) ১টি পাটের চটের বস্তার ভিতর ৪৮ (আটচল্লিশ) পিচ ভারতীয় বিভিন্ন রংয়ের ক্যাটালগ থ্রিপিচ, প্রতিটি থ্রীপিচের মূল্য অনুঃ ২৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা করিয়া (৪৮x২৫০০)=১২০,০০০/- (একলক্ষ বিশ হাজার) টাকা, (ঘ) ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর সাদা প্লাষ্টিকের ৫৬ বক্স পুথি ও পাথরের তৈরি এমিটিশনের কানের দুল। প্রতিটি বক্সে ২৪ জোড়া কানের দুল করিয়া (২৪x৫৬)=১৩৪৪ (একহাজার তিনশত চোয়াল্লিশ) জোড়া কানের দুল। প্রতি জোড়া কানের দুলের মূল অনুঃ ১০০ টাকা করে (১৩৪৪x১০০)=১,৩৪,৪০০/- (একলক্ষ চৌত্রিশ হাজার চারশত) টাকা, (ঙ) ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর সাদা প্লাষ্টিকের ৪৪ বক্স পুথি ও পাথরের তৈরি এমিটিশনের কানের দুল। প্রতিটি বক্সে ২৪ জোড়া কানের দুল করিয়া (৪৪x২৪)=১০৫৬ (একহাজার ছাপ্পান্ন) জোড়া কানের দুল। প্রতি জোড়া কানের দুলের মূল অনুঃ ১০০ টাকা করিয়া (১০৫৬x১০০)=১০৫৬০০/- (একলক্ষ পাঁচহাজার ছয়শত) টাকা, সর্বমোট আলামতের মূল্য (১৪৮,০০০+১২০,০০০+১২০,০০০+১,৩৪,৪০০+১০৫৬০০)=৬,২৭,৬০০/- (ছয়লক্ষ সাতাশ হাজার ছয়শত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে এজাহারনামীয় ০২ জনসহ পলাতক ০১ জন আসামীর বিরুদ্ধে মাধবপুর থানার মামলা নং-০৬, তারিখ-০৩/০৪/২০২৪খ্রিঃ রুজু করা হয়।