মো:ফিরোজ,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
প্রকৌশলী আব্দুল্লাহ আল সোহান হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার দুপুর ২ টায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসুচী পালন করা হয়। বাউফল উপজেলার সর্বস্তরের জনগন ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য রাখেন মো. ইউসুফ,সজল, মো. রোকন, উদয়,মো. সাব্বির প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু করে পাবলিক মাঠ ও বাউফল বাজার এলাকা ঘুরে আবার প্রেসক্লাব গিয়ে শেষ হয়। মানববন্ধন ও মিছিলে বিভিন্ন শ্রেনি পেশার সহাস্্রধিক লোক অংশগ্রহন করেন। এ সময়ে বিক্ষোভকারীরা হত্যাকারীদের বিচারের দাবিতে ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বিভিন্ন ধরণের ¯েøাগান দেয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকার মানিকনগর এলাকায় ভাড়া থাকা বাসায় স্ত্রী মাসুমা দোলার সঙ্গে দেখা করতে গিয়ে বাড়ীওয়ালা ও স্থানীয়দের মারধরে আহত হন আব্দুল্লাহ আল সোহান(২৬)। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোহান পটুয়াখালীর বাউফল পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও চন্দ্রপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইউনুছ খানের একমাত্র ছেলে। ঢাকার ইস্ট ওয়েস্ট বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল সে। আগামী ২২ এপ্রিলের মধ্যে পিএইচডি করতে কানাডায় যাওয়ার কথা ছিল তার। এ ঘটনায় সোহানের বাবা ইউনুছ খান যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত বাড়ীওয়ালা জামানসহ তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।