received_253541857466612.jpeg

হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধ,ইমদাদুল ইসলাম:-
উপজেলা প্রশাসন মাধবপুর কর্তৃক প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ, মাধবপুর উপজেলা সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাঝে ও অন্যান্য সরঞ্জামাদ বিতরণ, উপজেলা সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে আক্রান্ত, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ এবং মতবিনিময় ও আলোচনা সভা আজ সকাল দশটায় উপজেলা অডিটোরিয়াম স্বচ্ছতায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণের পরে এখন সরকার স্মার্ট বাংলাদেশ বি-নির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব।

উল্লেখ্য, মতবিনিময় সভায় ৩শত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে ৩০ টি বাই সাইকেল সহ শিক্ষা উপকরণ ও বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে জন প্রতি ৫০ হাজার টাকা করে ১৬ লক্ষ টাকার চেক এবং গ্রাম পুলিশ দফাদার মহাল্লাদারের পোশাক ও সরঞ্জামি বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, একটি মহলের এ ষড়যন্ত্র মোকাবেলা সকলকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে হবে। বর্তমান সরকার শহরের সকল সুযোগ সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বিগত সরকারের সময় গ্রামের মানুষরা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশই সফল ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে করোনা মোকাবেলা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে বলেন শিক্ষা জাতির মেরুদন্ড। একটি জাতিকে স্বনির্ভর করে গড়ে তুলতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে সরকার চা শ্রমিকদের সন্তানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন বলে মতামত ব্যক্ত করেন। এবার গ্রাম পুলিশ ও দফাদারদের মাঝে পোশাক ও অন্যান্য সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে সরকার তাদেরকে তাদের কর্মকান্ডে আরো উৎসাহ প্রদান করে যাচ্ছেন এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জিসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলী, মাধবপুর মডেল প্রেস ক্লাবের আহবায়ক ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top