নারায়ণগঞ্জে শিক্ষার্থী ওয়াজেদ হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশ।

FB_IMG_1734489829397.jpg


গাজী ইব্রাহিম খলিল,নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের সংগঠকরা এআইইউভি ইউনিভার্সিটির শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর)বিকেলে এ বিক্ষোভ সমাবেশ হয়। মেধাবী শিক্ষার্থী সীমান্ত হতাকারীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সীমান্ত হত্যা বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেন তারা।

বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্যবীরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান গাফ্ফারী, জাহিদ হাসান, অমিত হাসান, নিরব রায়হান,আলমগীর,সজিব, মেহেবুবা আক্তার, মেহেদী হাসান অন্তরসহ অন্যান্য সংগঠকরা।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জের ওয়াজেদ আলম সীমান্ত বা গাজীপুরের তাজবির হোসেন শিহানের মতো মেধাবী শিক্ষার্থীদের এভাবে প্রশাসনিক অবহেলার কারনে জীবন দেয়াকে আমরা ছাত্রসমাজ কখনোই মেনে নিবো না। নৈরাজ্যকারীদের হুশিয়ায় করে বলা হয়, ‘মনে রাখবেন নারায়ণগঞ্জে আর ওসমানীয় সম্রাজ্য কায়েম নেই যে কেউ যখন তখন যা কিছু করে বেড়াবে। প্রশাসনকে অবশ্যই এর দায় নিতে হবে। আন্দোলনের ৫ মাস পরেও প্রশাসন যদি আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট না হন। আপনাদের যে সদস্যরা মাঠে নামতে অনিহা প্রকাশ করে, যারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ তাদের চাকরীচ্যুত করুন।

গত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার )ভোর ছয়টার দিকে কলেজের উদ্দ্যেশ্যে যাওয়ার সময় শহরের দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সিমান্তর ব্যাগ, মোবাইল নিয়ে যাওয়ার সময় তারা মাথা, পেটে ও পায়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুবরন করে ।
বিক্ষোভ সমাবেশ শেষে সিমান্তের রুহের মাগফেরাতের জন্য দোয়া হয় ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top