রিপোর্টার,ইয়াছিন আরাফাত:-
১৪-৪-২০২৪ তারিখে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়া বাজার স্থানে পাটোয়ারী বাড়ির মোহাম্মদ রিয়াজ পাটোয়ারীর বাসার সেফটি টাংকি পরিষ্কার করতে গিয়ে মালিক রিয়াজ পাটোয়ারী সহ মেথরের মৃত্যু।
স্থানীয় সূত্রে জানা যায় –
রিয়াজ সাহেব তার নিজ বাড়ির সেফটি ট্যাংকি পরিষ্কার করার জন্য বিকালে মেথর ডাকেন এবং মেথর কাজ করার সময় ভুলক্রমে সেফটি ট্যাংকির ভিতরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে রিয়াজ সাহেব নিজেও নেমে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত সেফটি ট্যাংকির গ্যাস সহ্য করতে না পেরে ওই স্থানে দুজনেরই মৃত্যু হয়। সন্ধ্যার সময় বাসার লোকজন রিয়াদ সাহেবকে খুঁজে না পেয়ে টাংকির কাছে আসলে দেখতে পায় দুজনের মৃত লাশ ভেসে উঠেছে তাৎক্ষণাৎ স্থানীয় মানুষকে ডাকা হয় তারা এসে ফায়ার সার্ভিস কে কল দেয় এবং পুলিশের সহযোগিতায় লাশ উপরে তোলা হয় এবং লাশ পোস্টমটনের জন্য নিয়ে যাওয়া হয়।
মোহাম্মদ রিয়াজ পাটোয়ারী তিনি রায়পুরের বাবুরহাটের একজন ওয়ার্কশপ ফার্নিচার ব্যবসায়ী। মেথরের কোন নাম পরিচয় পাওয়া যায়নি।