ইয়াছিন আরাফাত :-
লক্ষ্মীপুর জেলার ঢাকা -রায়পুর মহাসড়কে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ৪০০ পিস সিমেন্ট নিয়ে উল্টে পড়ে যায় এতে গুরুতরভাবে আহত হয় ড্রাইভার, তৎক্ষণাৎ তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হসপিটালে ভর্তি না নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শোনা যায় ড্রাইভার এর আবস্থা আশঙ্কা জনক।
অবস্থানরত পথিক থেকে যানা যায় –
ট্রাকটি তার নিজ লেনে আসছিল, হঠাৎ বিপরীত সাইড থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা সামনে চলে আসে। অটোরিকশা তে যাত্রী থাকায় ট্রাক ডাইভার অটোরিকশা কে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য ট্রাক বামে চাপিয়ে দেয়। অতঃপর ট্রাকের বাম চাকা রাস্তার বাইরে চলে যায় এবং ট্রাকটি লোড থাকায় বামদিকে উল্টে পড়ে যায়। এতে অনেক সিমেন্ট নষ্ট হয় এবং ট্রাকেরও অনেক ক্ষতি হয়।
স্থানীয় লোকজন অটো রিকশা কে ধাওয়া করে কিন্তু পালিয়ে যায়। অতঃপর ট্রাক ড্রাইভারকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়ে।