মো:ফিরোজ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
চিকিৎসক না থাকার অযুহাতে দুই বছর ধরে তালা ঝুলছে পটুয়াখালীর বাউফলে সরকারি হাসপাতালের প্রসূতি অস্ত্রোপাচার কক্ষে। বন্ধ রয়েছে প্রসূতিদের সিজারিয়ান অস্ত্রোপাচার। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের প্রসূতিরা। আর অযতœ অবেহলা ও নিয়মিত রক্ষণাবেক্ষনের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে অস্ত্রোপাচার (ওটি) কক্ষে থাকা কোটি টাকার সরঞ্জাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২১ সালের শুরুর দিকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবনে মা ও প্রসূতি ইউনিটে স্থাপন করা হয় অত্যাধুনিক প্রসূতি অস্ত্রোপাচার (অপারেশন থিয়েটার) কক্ষ। ওই বছরের ২৩জুন শুরু হয় প্রসূতি অস্ত্রোপাচার। সর্বশেষ অস্ত্রেপাচার হয় একই বছরের ২৭ জুলাই। সেপ্টম্বর মাসে গাইনি বিশেষজ্ঞ ও সার্জন নুপুর আক্তার অন্যত্র বদলি হয়ে যায়। এর কিছু দিনই পরই অ্যানেস্থেসিয়া চিকিৎসক জামশেদও বদলি হয়ে যান। এতে অত্যাধনিক অস্ত্রোপাচার কক্ষ চালুর ১ মাস না যেতেই বন্ধ প্রসূতি অস্ত্রোপাচার। নতুন কেনো গাইনি বিশেষজ্ঞ (সার্জন) ও অবেদনবিদ (অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ)যোগদান না করায় দুই বছর ধরে তালা ঝুলছে অপারেশন থিরেয়টারে (ওটি)।
সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত প্রসূতি অস্ত্রোপাচার কক্ষের দরজায় তালা ঝুলছে। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় অযতেœ অবহেলায় পড়ে রয়েছে কোটি টাকা মূল্যের আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম। ধুলো বালি আর কার্যক্রম না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে এসব যন্ত্রপাতি ও সরঞ্জাম। এ যেনো দেখার কেউ নেই।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হাসপাতালে প্রসূতি অস্ত্রোপাচার না হওয়ায় হাসপাতালের অদূরে ও উপজেলার আনাচে কানাচে নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে নামসর্বস্ব ক্লিনিক। এসব ক্লিনিকে চলছে রমরমা সিজারিয়ান অপারেশন ব্যবসা। সরকারি হাসপাতালে কম খরচে সিজারিয়ান অপারেশন চালু হলে ক্লিনিক ব্যবসায় ভাটা পরার অশঙ্কায় মালিক পক্ষ বিভিন্ন মহল ম্যানেজ করে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ পদটি শূন্য রাখেন।
অপরদিকে স্বাস্থ্য বিভাগের তদারকি না থাকায় এসব ক্লিনিকে হাতুড়ে চিকিৎসক দিয়ে চলছে প্রসূতি অস্ত্রোপাচার। এতে প্রায়ই ঘটছে প্রসূতি মৃত্যুর ঘটনা।
চলতি বছরের গত ২৬ আগস্ট উপজেলার কালিশুরী বন্দরে মাজেদা মেমোরিয়াল ক্লিনিকে ভুল চিকিৎসায় মোসা. লিমা আক্তার নামে এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছিল। একই ক্লিনিকে ২০২০ সালে হ্যাপী বেগম নামে আরও এক প্রসূতির মৃত্যু হয়। কালিশুরী বন্দরে অবস্থিত নিউ লাইফ কেয়ার ক্লিনিকে ২০২১ সালে সাথী আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়। এঘটনায় মামলাও করেন নিহত পরিবার।
২০১৯ সালের ২এপ্রিল উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় সাহেদা গফুর হাসপাতালে অস্ত্রোপাচার কক্ষে জুলিয়া বেগম নামের এক প্রসূতি নারী ও তার নবজাতকের মৃত্যু হয়। অদক্ষ চিকিৎসক দিয়ে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করায় ওই প্রসূতির মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে নিরাময় ক্লিনিকে ২০১৭ সালে মাকসুদা নামে এক প্রসূতি নারীর পেটে গজ রেখেই অস্ত্রোপাচার করেন চিকিৎসক অর্জুন। পরে জানা যায় কোনো ডিগ্রি ছাড়াই নিজেকে চিকিৎসক দাবি করে সিজারিয়ান অপারেশ করে আসছিলেন ওই ভূয়া চিকিৎসক। বিষয়টি উচ্চ আদালতের নজরে আসলে প্রসূতি নারীকে ৯লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থিত সেবা কিøনিক। এ ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় একাধিক প্রসূতি মৃত্যু অভিযোগ উঠে। ২০১৫ সালের ৮ডিসেম্বর মরিয়ম বেগম, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর রিপা রানী, ২০২১ সালে ৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় লিপি বেগম ও ২০২৩ সালের ১৪ মে আখিনুর নামের এক প্রসূতি নারীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠে।
এসব ক্লিনিকের মালিকরা স্থানীয় ভাবে প্রভাবশালী। এছাড়াও এ ব্যবসার সাথে ক্ষমতাসীন দলসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতারা জড়িত আছেন। যার কারণে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর পর থানায় অভিযোগ দিলেও আইনের আওতায় আনা সম্ভব হয় না। বিভিন্ন ভাবে চাপ দিয়ে নিহতর পরিবারকে ম্যানেজ করে নেয় প্রভাবশালী মালিকরা।
অপরদিকে এসব মৃত্যুর স্বাস্থ্য বিভাগ দৃশ্যমান শাস্তিমুলক ব্যবস্থা নিতে পারেনি। ঘটনায় ক্লিনিক সিলগালা করা হলেও কিছুদিন পর পুনরায় চালু করা হয়।
নিহত রোগীদের স্বজনেরা জানান, সন্তানসম্ভবা নারীদের হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত নার্সসহ একটি সংঘবদ্ধ দালাল চক্র রোগীর অবস্থা আশঙ্কাজনক, ‘দ্রæত সিজার করতে হবে’ বলে ভয় দেখানো হয়। সরকারি হাসতাপালে সিজার না হওয়ায় দালালেরা বেসরকারি ক্লিনিক গুলোতে নিয়ে যান। এসময় কিøনিক কর্তৃপক্ষ গ্রাম গঞ্জের সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নেন ১৫ থেকে ২০ হাজার টাকা। সেখানে ভূয়া ও অদক্ষ চিকিৎসকের ভুল চিকিৎসায় ও অবহেলায় প্রায় ঘটছে প্রসূতি মৃত্যুর ঘটনা। অনেক প্রসূতিকে বরণ করতে হয়েছে পঙ্গত্ব।
উপজেলার পূর্বকালাইয়া গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন বলেন, ‘৮মাস আগে আমার সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই। নরমালভাবে সন্তান প্রসবে জটিলতা দেখা দেয়। হাসপাতালে ডাক্তার না থাকায় বাহিরে ক্লিনিকে সিজার করি। যার ব্যয় বহন করতে আমার ধার দেনা করতে হয়।’
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, চিকিৎসক সংকটের কারণে অস্ত্রোপাচার বন্ধ রয়েছে। এখানে কোনো চিকিৎসক আসতে চায় না। পদায়ন করা হলে মন্ত্রাণালয়ে তদবির করে অন্যত্র চলে যায়। ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে একাধিক বার চাহিদা পাঠিয়েছি।
জেলা সিভিল সার্জন এস.এম কবির হাসান বলেন, শুধু বাউফল নয়, জেলার বিভিন্ন হসপাতালেই প্রসূতি অস্ত্রোপাচার বন্ধ রয়েছে। চিকিৎসক সংকট দূর করতে মন্ত্রাণালয়ে চিঠি পাঠিয়েছি। পদায়ন হলে সমস্যার সমাধান হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যানেজের প্রশ্নই আসে না। এসব অভিযোগ মিথ্যা। অধৈব বেসরকারি কিøনিক ও ডায়গনিস্টিক গুলোতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে।