দলিল লেখক সমিতির সাভাপতি বিকাশ,সাধারন সম্পাদক সালাম।

orca-image-205327535.jpeg

মোঃ মোখলেসুর রহমান, তালা ভ্রাম্যমান (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি দলিল লেখক সমিতির ২বৎসর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। নবাগঠিত এই কমিটির সভাপতি হয়েছে বিকাশ কুমার মজুমদার ও সাধারন সম্পাদক হয়েছে সালাম সরদার। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যান্ত উপজেলার ইসলামকাটি রেজিট্রি অফিসে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সাধারন সম্পাদক পদের একটি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। এসময় সভাপতি পদে বিকাশ কুমার মজুমদার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকট তম প্রতিদ্বন্দী আব্দুল হাই পেয়েছেন ৩৭ ভোট। অপর দিকে সাধারণ সম্পাদক পদে সালাম সরদার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দী আত্তাফ শেখ পেয়েছেন ৩৩ ভোট।

ইসলামকাটি রেজিট্রি অফিসের ভারপ্রাপ্ত সাব রেজিষ্টার মো: ইমরুল হাসান বেলা ১:৩০মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top