টঙ্গীবাড়ীতে ইসকন নিষিদ্ধের দাবী ও অ্যাড. সাইফুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মিছিল।

Messenger_creation_1253604159091404.jpeg

কাদির খান, স্টাফ রিপোর্টার:-

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উগ্রপন্থী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবী ও অ্যাড. সাইফুল হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জানাযায়, আমার ভাই মরলো কেন? জঙ্গি তুই জবাব দে? স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম(আলিফ)কে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসী উগ্রপন্থি ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবীতে শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের হাট বালিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রাস্তা থেকে ‘বালিগাঁও ইউনিয়ন পরিষদের দেশপ্রেমিক সর্বস্তরের জনগন’ এর ব্যানারে ধর্মপ্রাণ মুসল্লীদের উদ্যোগে ও বিজেপি টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান দীপ্ত এর আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, হাট বালিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব সৈয়দ আলমগীর হোসাইন, বিজেপি টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান দীপ্ত, টঙ্গীবাড়ী উপজেলার ছাত্র প্রতিনিধি মোঃ জাহিদ হোসেনসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদী সন্ত্রাসী ও উগ্রপন্থি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম(আলিফ) হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওয়তায় আনতে সরকারের প্রতি আহব্বান জানানো হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top