সুমন কান্তি দাশ, স্টাফ রিপোর্টার:
মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে কাঠের স্তূপে আগুন লেগেছে।
শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভতরে গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে আগুন লাগে।
সূত্র জানায়, কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ব্যবহার অযোগ্য গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে দুপুরের দিকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রকল্পের কর্মচারীরা ছোটাছুটি শুরু করেন। পরে খবর পেয়ে আগুন নেভাতে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দেয়।
এ বিষয়ে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন জানান, বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পে আগুন লেগেছে। এটা নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে।