স্টাফ রিপোর্টার :
গত ০৬/০৩/২০২৩ইং তারিখে কাঁটাবন কবিতা ক্যাফে অনুষ্ঠিত হলো বীর বা;লা ফাউন্ডেশনের আয়োজিত বিশ্ব নারী দিবস বীর ডিজিটাল পয়েন্ট সেরা নারী পু্রুস্কার প্রদান অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ড.মুহা: রেজাউল ইসলাম, অতিরিক্ত সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয়। প্রধান অতিথি ছিলেন মাননীয় বিচারপতি এস.এম.মজিবুর রহমান,হাই কোর্ট ডিভিশন,বা;লাদেশ সুপ্রিম কোর্ট। উদ্বোধক ছিলেন , লায়ন শারমিন সেলিম তুলি, চেয়ারম্যান আলোকিত নারী কল্যান ফাউন্ডেশন,
বিশেষ অতিথি ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক এএসএম নজীবুল আকবর। তিনি প্রথমেই বিশ্ব নারী দিবসে নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আপনাদের যেমন স;গ্ৰামের ইতিহাস আছেন তেমনি ১৮৫৭ সালে নারী দিবস পালিত হয়। আজকে এই নারী দিবসে বেগম রোকেয়া, প্রিতি লতার কথা না বললেই নয়। একে একে বক্তব্য দিয়ে থাকেন। বিভিন্ন ক্যাটারিতে নারীদের পুরুস্কৃত করা হয়। বিশ্ব নারী দিবসে সম্মাননা প্রদান করা হয় মিডিয়া ব্যক্তিত্ব এএসএম নজীবুল আকবর কে। অনুষ্ঠান টি পরিচালনা করেন মোঃ মাসুদ রানা, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক,বা;লাল বীর ফাউন্ডেশন ও সমীকরন আদর্শ সা;স্কৃতিক স;গঠন। সভাপতির বক্তব্যে মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়