মোঃ ফিরোজ,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সি এস আর ফান্ডের আওতায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ ( চাষের ট্রাকটর) বিতরন করা হয়। শনিবার সকাল ১০ টায় কালাইয়া সাহেদা গফুর হাসপাতালের মাঠে প্রধান অতিথি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফিরোজ আলম বাউফলের ১০ টি ইউনিয়নে, ৯জন করে প্রতিটি গ্রুপের, ১০টি গ্রুপের ৯০ জন কৃষকদের মাঝে কৃষি কাজে ব্যবহারীত চাষের ট্রাকটর বিতরন করেন। এসময় বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যাবস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহি মোঃকামরুল ইসলাম চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক ভোলা শাখার ব্যাবস্থপক,মার্কেন্টাইল ব্যাংক কালাইয়া শাখার ব্যাস্থাপক মোঃ আল মামুন প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকার, কৃষক, জন প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার লোকজন।