অবশেষে অজ্ঞান পার্টির সদস্য বশির গাজী মৌকরণে ধরা পরেছে।

FB_IMG_1654521731484.jpg
রানা,পটুয়াখালী :
গত বুধবার রাতে আমাদের বাড়ী ও মোসলেম শিকদারের বাড়ীতে খাবারে চেতনানাশক ঔষধ দিয়ে গভীর রাতর ডাকাতি করে। ঘটনার পরে আমরা এলাকাবাসিদের সতর্ক করি। রবিবার রাতে একই হ্রামের রুহুল আমিন হাওলাদার বাড়ীতে সন্ধ্যার পরে ভাত খেতে গিয়ে দেখে ভাতের রং নীলচে হয়ে আছে। তাদের সন্দেহ হলে ভাতের ছবি তুলে আমাদের বাড়িতে চলে আসে। এলাকার যুবকরা মিলে পাহারায় থেকে অবশেষে একজনকে ধরতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে আমাদের বাড়ী ও মোসলেম শিকদার বাড়িতে ডাকাতির কথা স্বিকার করে। অজ্ঞান পার্টির টিম লিডার লিটন হাওলাদার ও তার সহযোগী জসিম মৃধা। একজন ধরা পরলেও বাকী দুজন রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। মেডিসিন ঢাকা হতে সংগ্রহ  করে লিটন, সে অনেক দিন ধরেই বিভিন্ন এলাকায় এই অভিনব ডাকাতি করে আসছে।
এ চক্রের সদস্যদের নাম ও ঠিকানা —–
১/ মোঃ বশির গাজী, পিতা মৃতঃ সানু গাজী
২/লিটন হাং, পিতা আলম হাং ( পানের দোকানদার)
৩/জসিম মৃধা, পিতা আলতু মৃধা
সর্ব সাং কৌড়াখালী, জৈনকাঠি, পটুয়াখালি সদর।
পটুয়াখালী জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্হার নিকট আবেদন দ্রুত সময়ে সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও আমাদের নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের ব্যাবস্হা গ্রহনে সবিনয়ে অনুরোধ করছি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top