“বিশ্ব নারী দিবস উপলক্ষে বীর ডিজিটাল পয়েন্ট সেরা নারী পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠান “

received_693626562513102-1.jpeg

দিন প্রতিদিন ডেক্স :
বিশ্ব নারী দিবসের ২০২৩ সম্মাননা পেলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৫ জন আলোকিত নারী । এবং স্টার এওয়ার্ড পেলেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও সমাজ সেবক জনাব এএসএম নজীবুল আকবর।
গতকাল ০৬/০৩/২০২৩ইং তারিখ কাঁটাবন কবিতা ক্যাফেতে অনুষ্ঠিত হলো বীর বা;লা ফাউন্ডেশনের এবং সমীকরন আদর্শ সাংস্কৃতিক সংগঠনের এর যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্ব নারী দিবস বীর ডিজিটাল পয়েন্ট সেরা নারী পু্রুস্কার প্রদান অনুষ্ঠান ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড.মুহা: রেজাউল ইসলাম, (অতিরিক্ত সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয়)। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি এস.এম.মজিবুর রহমান(,হাই কোর্ট ডিভিশন,বা;লাদেশ সুপ্রিম কোর্ট) উদ্বোধক ছিলেন , লায়ন শারমিন সেলিম তুলি, (চেয়ারম্যান আলোকিত নারী কল্যান ফাউন্ডেশন,)
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক “দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সহকারী সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক এএসএম নজীবুল আকবর।
তিনি প্রথমেই বিশ্ব নারী দিবসে নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন আপনাদের যেমন স;গ্ৰামের ইতিহাস আছে তেমনি ১৮৫৭ সালে নিউইয়র্ক শহরে নারী সুতা শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনের ফসল আজকের এই নারী দিবস। আজকর এই নারী দিবসে বেগম রোকেয়া, প্রীতিলতা,ইলামিত্রের কথাও তিনি স্নরন করেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন বিশিষ্ট সংবাদ কর্মী মোঃ মাসুদ রানা, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক,বাংলার বীর ফাউন্ডেশন ও সমীকরন আদর্শ সা;স্কৃতিক স;গঠন। সভাপতির বক্তব্যে মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top