মোঃ জুয়েল রানা,স্টাফ রিপোর্টারঃ
রাষ্ট্রীয় মর্যাদায় কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আ: বাসেত সওদাগরের দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় তাহার নিজ বাড়ি ঐচারচর গ্রামে নামাযের জানাজা শেষে সামজিক কবরস্থান তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। এবং স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখেছেন।
মুক্তিযোদ্ধা আ: বাসেত সওদাগরের দাফনের আগে তিতাস থানার উপ-পরিদর্শক পুষন সাহার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্বাগণ, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিগণ।
জানাযার নামাজ শেষে সুরাহ ফাতেহা পাঠ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুমের জানাজায় ইমামতি করেন কাজী হারুন অর রশীদ মোল্লা।
উল্লেখ্য,গত ২৮ মে,শনিবার সন্ধ্যা ৬ টার সময় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।