মো:ইদ্রিস শাকিল :
কক্সবাজার-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা আতিক উদ্দিন চৌধুরী এর জন্মদিন পালিত হয়েছে।
সন্ধ্যায় কেক কেটে জন্মদিন উদযাপন করেন কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এক একে গণ্যমান্য ব্যক্তিরা এসময় আতিক উদ্দিন চৌধুরী কে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী,বাংলাদেশ কৃষকলীগ,কক্সবাজার জেলা শাখা,সহ সভাপতি জাকারিয়া চৌধুরী,বাংলাদেশ কৃষকলীগ,কক্সবাজার জেলা শাখা, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোর্শেদ,বাংলাদেশ কৃষকলীগ,কক্সবাজার জেলা শাখা,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নূরুল আলম চৌধুরী,বাংলাদেশ কৃষকলীগ,কক্সবাজার জেলা শাখা ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,শাহাদাত হোসেন,বাংলাদেশ কৃষকলীগ,কক্সবাজার জেলা শাখা, সদস্য মো: ইমাম হোসেন,বাংলাদেশ কৃষকলীগ,কক্সবাজার জেলা শাখা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সুত্রে জানা গেছে, ১৯৬৯ সালের এই দিনে আতিক উদ্দিন চৌধুরী কক্সবাজার শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ মছলেহ উদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনে তিনি নৌকার প্রার্থীদের বিজয়ী করতে নিরলসভাবে কাজ করেন। এলাকার সমাজ সেবা ও উন্নয়নে সর্বদা তিনি নিজেকে নিয়োজিত রাখেন। তিনি একজন সৎ, সাহসী ও কর্মীবান্ধব নেতা এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে সমধিক পরিচিত।
আনন্দ মুখর পরিবেশে কেক কাটার পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা। কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন আতিক উদ্দিন চৌধুরী।