এস এম আবু বকর
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের দোয়ারাবাজারে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ২৮জনের মধ্যে অংশ গ্রহন করে প্রথম স্থান অর্জন করেছে বাংলাবাজার৷ মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাবিবুর রহমান। সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিছঙ্গেরগাও গ্রামের মোহাম্মদ রফিক আলীর পুত্র।
গত শনিবার (২২ জুলাই)সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাও গ্রামের কৃতি সন্তান শিক্ষানুরাগী ও দানবীর ক্বারী ইসমত আলীর অর্থায়নে জাহাঙ্গীর গাও লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় ২৮ জন প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।চুড়ান্ত পর্বে হাবিবুর রহমান প্রথম স্থান অর্জন করেন।
আজ সোমবার সকাল ১১ঘটিকার সময় মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রথম হওয়ায় শিক্ষকগন ছাত্রদের সাথে নিয়ে প্রতিষ্ঠানের সভাপতি মাও আব্দুল আওয়াল সহ আনন্দ ও দোয়ার আয়োজন করেন।
অনুষ্ঠানে আরও বলেন সাংবাদীকরা জাতীর বিবেক আপনাদের কাছে অনুরুধ প্রতিষ্ঠানের বিষয়ে আপনাদের সহযোগিতা ও সঠিক ও সত্য গুলো প্রকাশ করবেন।
হাফেজ হাবিবুর রহমান জন্ম ২১ জানুয়ারী ২০১১ সালে। পিতা মোহাম্মদ রফিক আলী কৃষক ও মা মোছাম্মদ সাফিয়া বেগম গৃহিণী। তার এই অসামান্য কৃতিত্বের জন্য মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ মজিবুর রহমান ও পিতা রফিক আলী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এবং মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ মুজিবুর রহমান মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য ও দেশ বাসির নিকট দোয়ার প্রার্থনা করেন।