মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধ,ইমদাদুল ইসলাম :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাবলিক সার্বিক -২০২৩ উপলক্ষে সকাল ১০ ঘটিকায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আহসান মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রাজ্জাক তিনি বলেন জিডি এখন অনলাইনে করা যায় এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন বিষয় আনলাইনে সেবা পাওয়া যায়।তাই আসুন থানায ভির না করে
অন লাইন সেবা গ্রহণ করি।
উপজেলা সাস্থ কর্মকর্তা জনাব ইস্তিয়াক আল মামুন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সিজার সেবা চালু হয়েছে এবং বিভিন্ন রোগের ঔষধ বিনা মূল্যে দেওযা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আল মামুন বলেন কৃষকের সহযোগিতার জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করছে এবং অ্যাপসের মাধ্যমে কৃষকদের ট্রেনিং দিয়ে বিভিন্ন তথ্য প্রদান করা হচ্ছে।
সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আহসান বলেন তৃনমুল পর্যায়ের মানুষ উপজেলা বিভিন্ন দপ্তরে সেবার আসেন তাদের সর্বোচ্চ সেবা দিন যাতে মাধবপুর উপজেলা হবিগঞ্জ জেলার মধ্যে মডেল উপজেলা হিসেবে গড়ে উঠে।
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও মাধবপুর প্রেসক্লাব,মাধবপুর মডেল প্রেসক্লাব, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।