স্টাফ রিপোর্টার:-
অদ্য ১৭ নভেম্বর ২০২৪খ্রি. রবিবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ সকাল ১০:০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব রেজাউল হক খান(অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, গোপায়া, হবিগঞ্জ এর অভ্যন্তরে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মো: রেজাউল হক খান মহোদয় ছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স হতে মনোনীত প্রতিনিধি জনাব মাহমুদা আমাতুল্লাহ, বিশেষ পুলিশ সুপার(প্ল্যানিং ও রিসার্চ), এসবি, ঢাকা, জনাব মোঃ খায়রুল আনাম, অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, অন্যান্য সদস্য হিসেবে জনাব জাহিদুল ইসলাম খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার সুনামগঞ্জ সার্কেল, সুনামগঞ্জ,জনাব মো: সম্রাট তালুকদার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি), সিলেট, জনাব মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ আজিজুর রহমান সরকার, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, ডাঃ ইমরানুল হক তালুকদার, সহকারী সার্জন, লস্করপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, সদর, হবিগঞ্জ, ডাঃ মদিনা কালিয়াপুরী, তেঘরিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, সদর, হবিগঞ্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।