বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করলেন – পার্বত্য মন্ত্রী।

1691153478106.jpg

ডেভিড সাহা স্টাফ রিপোর্টার:-

গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যে বান্দরবানে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ উদ্বোধন করা হয়।

রোজ শুক্রবার (৪ই আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে বেলুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহ আলম, বিভাগীয় বন কর্মকর্তা,পাল্পউড প্লান্টেশন বিভাগ, মোঃ মাহমুদুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম,যুগ্ম পরিচালক (এনএসআই) মোস্তাফিজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম,নির্বাহী ম্যাজিস্ট্রেট, অরুপ রতন সিংহ এবং বিভিন্ন সরকারি দপ্তর,ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top