বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে বিধবা নারীর বসতবাড়ি ভাংচুর করে উৎখাতের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় সাইদুল ইসলাম লিটন (৩৫) নামের ওই ব্যক্তিকে রূপাতলি এলাকা থেকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানার এস আই ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম। বাকেরগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, উপজেলার গারুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত শহিদুল ইসলামের স্ত্রী বিধবা মাহিনুর আক্তার(৩৬)এর বসত বাড়ি একাধিক বার জোর পূর্বক দখলের চেষ্টা করছিল একই এলাকার শামসুল হক মৃধার পুত্র সাইদুল ইসলাম লিটন গংরা। এটা নিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকবার শালিস মিমাংসা করে দিলেও লিটনসহ আসামীরা তা অমান্য করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১২জুলাই সাইদুল ইসলাম লিটনের নেতৃত্বে বাদশা মৃধা(৫৫) , রাশিদা বেগম ওরফে রিনা(৩০) সহ অজ্ঞাত ৩-৪ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় মাহিনুর আক্তারের বসতবাড়িতে প্রবেশ করে বসতবাড়ি ভাঙচুর করে ও বেধড়ক মারধর করে।
এ ঘটনায় ১২ ই জুলাই ২০২৩ বুধবার মাহিনুর আক্তার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার এসআই ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার ১ নাম্বার আসামি লিটনকে রুপাতলী থেকে গ্রেফতার করা হয়েছে ,অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।