দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়
ভারতের মেঘালয় থেকে নামা ঢলের কারণে নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাসিয়ামারা ও চিলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাহাড়ি ঢলে জিরাগাও নদীর
পূর্ব পাড়ে অর্ধশতাধিক বসত ঘরে পানি উঠে আসবাবপত্র নষ্ট হয়েগেছে স্হানীয়রা জানান।ভেঙে যাচ্ছে বসত ঘরের ভিটা।খাসিয়ামারা নদীর দুই পাড়ের বেরীবাধ হুমকিতে রয়েছে স্থানীয় জনতা মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে চিলাই নদীর বেরীবাধ ভেঙে উপজেলার বাংলাবাজার টু বোগলাবাজার সড়কের চিলাই নদীর রাবারড্যাম্প সংলগ্ন কালভার্টের পাটাতনের নিচ থেকে পানি সরে যাচ্ছে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা বন্ধ হয়ে যেতে পারে বাংলাবাজার টু বোগলাবাজার যোগাযোগ ব্যবস্থা। খুব শ্রীগ্রই মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় জনতারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মোর্শেদ মিশু জানিয়েছেন পাহাড়ি ঢলে বসত ঘরে পানি উঠে ক্ষতি হলে ইউপি চেয়ারম্যান মেম্বার দেখবেন নির্দেশনা দেওয়া আছে।বাংলাবাজার টু বোগলাবাজার সড়ক কালভার্টের পাটাতনের নিচে বস্তা দিয়ে খুব শ্রীগ্রই মেরামত করা হবে।