হবিগঞ্জ মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

received_378697705080962.jpeg

ইমদাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের সময় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: হুমায়ুন কবির এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলি আখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মো: শিপন মিয়া (২৮) ও মো: শাহীন মিয়া (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। ধৃত শিপন মিয়া মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবুল হোসেনের পুত্র ও মো: শাহীন মিয়া সাদ্দাম একই এলাকার মো: সফর উদ্দিন এর পুত্র। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top