মো:সুমন মিয়া,জেলা প্রতিনিধি: শিক্ষা ক্ষেত্রে ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা-২০২৪ পেলেন ঢাকাস্থ পাকুন্দিয়া সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আল হাজ্ব আহমদ ফারুক খোকন। শেরে-ই বাংলা সাংস্কৃতিক জোট এ সম্মাননা প্রদান করে।১৯ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় শের -ই বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিজয় নগর,পুরানা পল্টন, ঢাকার হোটেল অরনেট(থ্রি স্টার) হোটেলে ‘রাস্ট্র ভাষা বাংলা করণে শের-ই বাংলা এ কে ফজলুল হকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শের-ই বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র,সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গ্তব মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি বীর মুক্তিযুদ্ধা এস এম মুজিবুর রহমান আপিল বিভাগ সুপ্রিম কোর্ট, মহান ভাষা সৈনিক মালেহা বেগমের সুযোগ্য সন্তান, সাংবাদিক, লেখক,গবেষক সৈয়দ শাকিল আহাদ।এ ছাড়া জাতীয় সংসদ সদস্য সচিব,রাজনীতিবীদ,বীর মুক্তিযোদ্ধা,সমাজ সেবক,মানবাধিকার ব্যক্তিত্ব,মিডিয়া ব্যক্তিত্ব,আইনজীবী, সাংস্কৃতিক কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা ২০২৪ এর ক্রেস্ট পেলেন ঢাকাস্থ পাকুন্দিয়া সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক জিএস, নুরুল ইসলাম – নুর জাহান ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক,দানবীর আলহাজ্ব আহমেদ ফারুক খোকন। তিনি কিশোর গন্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসন্দী গ্রামের বাসিন্দা।