ইমদাদুল ইসলাম, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-
বছরের পর বছর ঘর না থাকার কষ্টের জীবন শেষ হতে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীন মানুষের। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধা পাকা ঘর এবং জমি পাচ্ছেন এসব মানুষ।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
কর্মসূচির ৪র্থ পর্যায়ের বুধবার (৯ আগস্ট) সারাদেশে ২২ হাজার ১০১টি ঘর ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রম উদ্বোদন করবেন। এরই অংশ হিসাবে মাধবপুর উপজেলার ১০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে আধা পাকা ঘর। পৃথিবীর ইতিহাসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়া এটিই হল সবচেয়ে বড় কর্মসূচি।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মনজুর আহ্সান জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপকারভোগীদের মাঝে ঘর বুঝিয়ে দেবেন। দেশের ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষদের সরকারের খাস জমি থেকে ২ শতাংশ ভিটে এবং আধাপাকা ঘর দিচ্ছে। প্রতিটি ঘর দুই কক্ষ বিশিষ্ট। এতে দুটি রুম ছাড়াও সামনে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর এবং একটি খোলা জায়গা থাকবে। পুরো ঘরটি নির্মাণের জন্য খরচ হবে ১ লাখ ৭১ হাজার টাকা।
সরেজমিনে মাধবপুর উপজেলার বরুড়া, হরিতলা, পুরাইকলা, সুলতানাবাদ এলাকায় গিয়ে দেখা যায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য হস্তান্তরের উপযোগী করে করে রাখা হয়েছে ঘরগুলো। যারা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন তাদের চোখে-মুখে আনন্দের ঝলক।