দিন প্রতিদিন ডেস্ক :
নাসিম শাহর প্রতি মুগ্ধ আরেক ভারতীয় অভিনেত্রী
ইশা শাহ ও নাসিম শাহ (বাঁ থেকে)
ঊর্বশী রাউতেলার পর সম্প্রতি পাকিস্তানই বোলার নাসিম শাহের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতীয় আরেক অভিনেত্রী। এই অভিনেত্রীর নাম ইশা শাহ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ইশা শাহ মূলত ওয়েব শোতে কাজ করে ভারতীয় শোবিজে পরিচিতি পেয়েছেন।
সম্প্রতি নাসিম শাহের প্রতি ব্যাপক মুগ্ধতা প্রকাশ করেছেন, করেছেন প্রশংসা। ইশা বলেন, ‘নাসিম দেখতে খুব সুন্দর…ওর প্রচুর রিল ভিডিও ভারতেও ট্রেন্ড করছে।’
আরো একটি চটকদার মন্তব্য করে, ইশা বলেছেন, ‘আল্লাহ যদি সৃষ্টি করে থাকেন কাউকে তাহলে নাসিম শাহকে সৃষ্টি করেছেন।’
২০ বছর বয়সী নাসিম শাহ তার শক্তিশালী বোলিং পারফরম্যান্সের পাশাপাশি আকর্ষণীয় চেহারার কারণে আলোচিত হয়েছেন।
‘হেট স্টোরি ৪’-এর অভিনেত্রী ঊর্বশী রাউতেলা গত বছর তার জন্মদিনে শুভেচ্ছা জানালে তার সাথে ডেটিং গুজব ছড়িয়ে পড়ে। এশিয়া কাপ-২০২২-এ ভারত পাকিস্তান ম্যাচে তাকে দেখা গিয়েছিল নাসিম শাহর দুর্দান্ত বোলিং স্পেলের পরে হাসতে দেখা যায়।
শুধু তা-ই নয়, সদ্য শেষ হওয়া এশিয়া কাপ-২০২৩-এ ভারত পাকিস্তান ম্যাচের সময় ঊর্বশী নাসিমের একটি ক্যাপশনবিহীন ছবি শেয়ার করেছিলেন। নেটিজেনরা নাসিমকে ‘স্টকিং’ করার জন্য তিরস্কার করেছে।