বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রæয়ারির মঙ্গলবার প্রথম প্রহরে বাউফল পৌরসদরের পাবলিক মাঠে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনে পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন। এরপরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব , বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সাবেক সংসদ সদস্য মোঃ সহিদুল আলম তালুকদারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বাউফল পৌরসভা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাউফল প্রেসক্লাব, বাউফল থানা, রিপোটার্স ইউনিটি, বাউফল সরকারি কলেজ, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজ, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.নুরুন্নবী।