রিপোর্টার, মোঃ মাজেদুল ইসলাম:-
আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭নং নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাজীরচট এলাকায় গাজির দরগার পাড় পুকুর থেকে প্রায় তিন লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। স্থানীয় মীর বংশের মীর দেলোয়ার নামের এক ব্যক্তি দাবি করেন বিগত প্রায় ৪৫ বছর ধরে তাদের পরিবার এই সরকারি পুকুর টি (স্থানীয় নাম দরগার পুকুর) পরিচালনা করে আসছেন।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দরগার পুকুর পাড়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, যেহেতু এটা একটা সরকারি পুকুর এবং আমার পূর্বপুরুষরা রক্ষণাবেক্ষণ করে আসছে সেই কারণে এখন আমিই দেখাশোনা করে যাচ্ছি। আর তাই নিজের টাকা দিয়ে এই পুকুরে মাছ ছাড়ি। তিনি আরও জানান, এই মাছ অত্র এলাকার জনসাধারণ মাঝে বিতরণ করা হয় এবং কিছু মাছ বিক্রি করে পুকুর পাড়ে একটি কবরস্থান আছে সেটার রক্ষণাবেক্ষণ করা হয়। তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন। আমি প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি, এই মাছ চুরির সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি হোক। এবং আগামীতে এই পুকুরে আমি আবারও মাছ ছাড়বো। এবার যেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি সেই নিশ্চয়তা চাই সবার কাছে।