নোয়াখালী-প্রতিনিধি:-
নোয়াখালী কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড রেহান আলী চৌধুরী বাড়িতে ছোট বাচ্চাদের মারামারিকে কেন্দ্র করে অতর্কিত হামলার শিকার হয় রোজিনা আক্তার নামের এক গৃহবধূ।
রোজিনা আক্তার আরো জানান,, আমার ছোট ছেলেক পাশের ঘরের একরাম ও তার ছেলে জাহিদুল ইসলাম জুয়েল অমানবিক ভাবে মারতে দেখে আমি আমার ছেলেকে বাঁচাতে গেলে আমাকে পূর্ব শত্রুতার জের ধরে,অতর্কিতভাবে পাশের ঘরের মোঃ একরাম ও মোঃ জাহিদুল ইসলাম জুয়েল দেশীয় অস্ত্র লোহার রড লাঠি ও মগুর দিয়ে আঘাত করতে থাকে এতে আমার শরীরের বিভিন্ন স্থানে যখম হয়। হামলাকারীদের হাতে থাকা মুগুরের আঘাতে মাথা ফেটে যায় রোজিনার,শুধু তাই নয়,রোজিনা আক্তারের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল লুট করে নিয়ে যায়।
অতঃপর,রোজিনা আক্তারের আত্মচিৎকারে এলাকার মানুষ ছুটে এসে রোজিনা আক্তার কে হাসপাতালে নিয়ে যায়। শুধু এখানেই শেষ নয়,, একরাম ও জুয়েলের মেজ ভাই মোঃ শাকিল সহ তাদের লালিত কিছু সন্ত্রাসীদের নিয়ে হাসপাতালে গিয়ে রোজিনা আক্তার কে বলেন,
এই হামলার কথা যদি পুলিশ কিংবা সমাজের কাউকে জানানো হয় তাহলে প্রাণনাশ ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে।
এই বিষয়ে রোজিনা আক্তারের স্বামী জসিম উদ্দিন কোম্পানীগঞ্জ থানাকে বিষয়টি অবগত করিলে কোম্পানীগঞ্জ থানার অফিসার একটি অভিযোগ পত্র গ্রহণ করে এবং তদন্ত সাপেক্ষে সুস্থ বিচারের আশ্বাস প্রদান করে।