ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত : রাষ্ট্রপতির কাছে জমা বৃহস্পতিবার

ec-222-src.jpg

মিনারুজ্জামান মিরণ : ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত : রাষ্ট্রপতির কাছে জমা বৃহস্পতিবার। নির্বাচন কমিশন গঠনে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত করেছেন সার্চ কমিটির সদস্যরা; যা আগামী বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রায় চার ঘণ্টা বৈঠক শেষে নাম চূড়ান্ত করার কথা জানালেও তা প্রকাশ করেনি রাষ্ট্রপতি গঠিত এ কমিটি।

কমিটির সদস্যরা আগের ঘোষণা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিএসই) ও নির্বাচন কমিশন গঠনে এদিন প্রস্তাবিত নামের সংক্ষিপ্ত তালিকা থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে বিকাল সাড়ে ৪টায় বৈঠকে বসেন।

প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “আজ সার্চ কমিটি তাদের বৈঠক শেষ করে ১০ জনের নাম ফাইনাল করেছে। তারা আগামীকাল বা পরশু দিন মহামান্য রাষ্ট্রপতির কাছে এটা জমা দেবেন। উনাদের মিটিং শেষ, সিলেকশনও শেষ; সব কিছু উনারা ফাইনাল করে ফেলেছে।”

তিনি জানান, রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দেওয়ার পর তিনি যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তালিকা জমা দেবেন কমিটি।

সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এদিনের বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নেন।

বিচারপতি ওবায়দুল হাসান দুদিন আগেই জানিয়েছিলেন, মঙ্গলবারের বৈঠকেই তারা ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা পাঠিয়ে দেবেন।

তবে বৈঠক শেষে নাম চূড়ান্ত করার তথ্য জানালেও সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আনোয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে তাদের তালিকা জমা দেবে কমিটি।

১০ জনের এ তালিকা থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, যাদের উপর থাকবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভার।

সবার কাছ থেকে ৩২২টি নাম নিয়ে তা নিয়ে কাজ করছিল সার্চ কমিটি। গত শনিবারের বৈঠকের পর ওবায়দুল হাসান জানিয়েছিলেন, তারা সেই তালিকা ১২/১৩ জনে নামিয়ে এনেছেন

তিনি আরও বলেছিলেন, যে ১০ জনের নাম তারা চূড়ান্ত করবেন, তা তারা প্রকাশ করবেন না। আর ৩২২ জনের তালিকার বাইরে থেকে কোনো নাম নিজেরা যুক্ত করবেন না তারা।

গত ১৪ ফেব্রুয়ারি সদ্যবিদায়ী সিইসি কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top