সুমন কান্তি দাশ, স্টাফ রিপোর্টার:
ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটর সাইকেল নিতে এসে ওষুধ একই
কোম্পানির এমআর আশিক বিল্লাহ আটক,
চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল মাঠে এরশাদ আলী (২৮) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। শনিবার রাত আনুমানিক দশটার দিকে হাসপাতাল মাঠের মসজিদের পাশে ঘটেছে এ ঘটনা।
নিহত এরশাদ আলী কুষ্টিয়া জেলার মীরপুর থানা এলাকায়। তিনি ওষুধ কোম্পানি হেল্থ কেয়ারের এসআর হিসেবে কর্মরত রয়েছেন।
এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে আশিক বিল্লাহ (৩৪) নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। ঘটনার পর আশিক বিল্লাহ ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটর সাইকেল নিতে এসে আটক হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষর্দশী লোকজন।
তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ যৌথ তদন্ত করছে।