কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসির বিরুদ্ধে চলছে মিথ্যা ষড়যন্ত্র

IMG-20241102-WA0005.jpg

ইতি আক্তার,কালিয়াকৈর গাজীপুর:-

৫ আগস্ট সরকার পতনের পরে পুলিশ শূন্য হয়ে যায় থানা ও মৌচাক পুলিশ ফাঁড়ি । বিপদে পড়ে যায় সাধারণ জনগণ। বেড়ে যায় চুরি ডাকাতি ছিনতাই মাদক কারবারি । ১১/০৯/২০২৪ ইং নতুন করে যোগদান করে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মহিদুল ইসলাম । সদা হাস্যোজ্জ্বল ইনচার্জ সাহেব মাত্র কয়েক দিনের মধ্যেই স্থানীয় সর্বস্তরের জনসাধারণের আস্থা অর্জন করেন। আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে নেন মৌচাক পুলিশ ফাঁড়ি।
এলাকাবাসীর সহযোগিতায় অক্লান্ত পরিশ্রম ও সহযোদ্ধাদের নিয়ে নতুন করে তৎপর হয়ে ওঠেন অপরাধ দমনে। তাতেই স্বস্তি আসতে শুরু করে মৌচাক ফাঁড়ি এলাকার জনসাধারণের। মহিদুল ইসলামের সততা ও পরিশ্রম মৌচাক অধীনস্থ এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা আগের চেয়ে তুলনামূলক অনেকটাই ভালো
কিন্তু একটি অপরাধ প্রবণ কুচক্রীমহল ওসি মহিদুল ইসলামের কাজের গতিশীলতাকে বাঁধাগ্রস্থ করতে চালাচ্ছে ষড়যন্ত্র। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজ না করতে পারে এইজন্য একটি মহল সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে তার বিরুদ্ধে চালাচ্ছে মিথ্যা অপপ্রচার।
তথ্য প্রমাণ ছাড়া মিথ্যা ভিত্তিহীন
কিছু অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়
হিংসাত্মক মূলক নিউজ প্রচার করছে যাতে করে ওসি মহিদুল অপরাধীদের দৌরাত্ম্যে ভীত হন।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, পুলিশ জনগণের সেবক।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে মৌচাক পুলিশ ফাঁড়ি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর। তবে এজন্য সকল পেশাজীবি, সাংবাদিক ভাই ও স্থানীয় সর্বস্তরের সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করছি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top