স্টাফ রিপোর্টার,জিল্লুর রহমান জুয়েল(পটুয়াখালী) :
গণমাধ্যম পুলিশের কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচারবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়া জগৎ একে অপরের অগ্রণী ভূমীকা পালন করে পুলিশের কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করে থাকেন বলে পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তির অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় পটুয়াখালী জেলা প্রেসকাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস ছালাম আরিফ`র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আনন্দ টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশে’র পটুয়াখালী জেলা প্রতিনিধি এম.নাজিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী পৌর মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান প্রমুখ। এসময়ে পটুয়াখালী জেলা প্রেসকাবের সদস্যবৃন্দ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।