মৎস্যও মৎস্য পণ্য প্রক্রিয়াজাত, সংরক্ষণ পরিবহন বাজারজাত করণে সেমিনার

274163523_1567265180304723_2225721263644212189_n.jpg

মোঃ খাইরুজ্জামান সজিব : মৎস্যও মৎস্য পণ্য প্রক্রিয়াজাত, সংরক্ষণ পরিবহন বাজারজাত করণে সেমিনার। গতকাল শিল্প নগরীর খুলনায় ইসলামাবাদ কমিউনিটি সেন্টারে সকাল- ১০ ঘটিকায় মৎস্যও মৎস্য পণ্য প্রক্রিয়াজাত সংরক্ষণ পরিবহন বাজারজাত করণে সমবায়ের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জয়দেব পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং জলমা ইউনিয়ন পরিষদের সাবেক বার,বার নির্বাচিত সফল জনতার জননন্দিত জনপ্রিয় চেয়ারম্যানও যুগ্ন- সাধারন সম্পাদক মৎস্যজীবী লীগ খুলনা জেলা মোঃ আব্দুল গফুর মোল্যা, বিশেষ অতিথি, খুলনা সিটি করর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহামন কাকন, খুলনা চিংড়ি বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক
মোঃ ওয়াহিদুজ্জামান মঞ্জিল, খুলনা ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফবিল্লাহ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ আমির হোসেন, বিশিষ্ট সমাজ সেবকও আইনজীবি মনিরুল ইসলাম পান্না, উক্ত সেমিনারে প্রধান অালোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমবায় পরিদর্শক মোঃ সাজ্জাত হোসেন, এবং সেমিনারটি উপস্থাপনা করেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারন সম্পাদক পলাশ কুমার রায়, উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন।

ফোয়াবের প্রতিষ্টাতা সভাপতিও মৎস্য উন্নয়নও সমবায় ব্যাক্তিত্ব সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও হাজারও মৎস্যজীবি মানুষের হৃদয়ের স্পন্দন, মোল্লা সামছুর রহামান (শাহীন) তার বক্তিতায় বলেন, অ্যাকোয়াকালচারে নিরাপদ উৎপাদন সংরক্ষণ, পরিবহন ও বাজারজাত করণের সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচন ও রপ্তানি বৃদ্ধিতে বানিজ্য মৎস্য মন্ত্রনালয় উপকূলীয় এলাকায় ব্যাপক কাজ করে যাচ্ছে। ক্লাস্টার ফার্মিং সমাজ ভিত্তিক মৎস্য চাষ দারিদ্র বিমোচনের নতুন কর্ম- কৌশল সকলকে।

প্রশিক্ষনের মাধ্যমে নিরাপদ অধিক উৎপাদনে অবদান রাখতে হবে। বানিজ্য মন্ত্রনালয়ের ফিসারি প্রোডাক্টস বিজনেস প্রমেশন কাউন্সিল (এফপিবিসি) ও ফিস ফার্ম ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফোয়াব- এর অর্থায়নে মৎস্য অধিদপ্তর খুলনার সহযোগিতায় অনুষ্টাননটি আয়োজিত হয়েছে।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের সহকারী নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার ঘোষ, ফোয়াবে যুগ্ন সাধারন সম্পাদক শেখ শাকিল হোসেন, খুলনা জেলা আহবায়ক লস্কার উবাইদুর রহমান, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, ১৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আবু হাসান, খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির – সহ- সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস, পরিচালক বিকাশ চন্দ্র সরকার,খুলনা জেলা মৎস্যজীবী লীগের বুলু রানী মন্ডল, রত্না বিশ্বাস, লিপি বেগম, লিটন রায়, রুপসা উপজেলা সাধারন সম্পাদক মফিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলার বাংলাজিৎ বিশ্বাস, গোপাল, বটিয়াঘাটা উপজেলার মোস্তাফিজুর রহমান, মৎস্য সেক্টরের বিভিন্ন স্টেক হোল্ডার গন আরো অনেকে প্রমূখ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top