আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

received_1189433655351876.jpeg

মোঃ আল আমিন, রিপোর্টার :-

সাভারে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

বুধবার (অক্টোবর) সকাল ১০ টার দিকে আশুলিয়ার নরসিংপুর বটতলা আখিলনাগ সুপার মার্কেটে ইয়ারপুর ইউনিয়ন ২নং জোন কমিটির আয়োজনে এই ফ্রী মেডিকেল ক্যাম্প কর্যক্রমের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।

এসময় ইয়ারপুর ইউনিয়নের ২নং জোন কমিটির সভাপতি শরীফ পাঠানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান শিকদার, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজনে ছিলো ৪জন এম.বি.বি.এস ডাক্তার দ্বারা রুগীদের সেবা নিশ্চিত করা, রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদানসহ ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

প্রধান অতিথি জহিরুল ইসলাম খান লিটন বলেন, দেশের ক্লান্তলগ্ন থেকেই মাঠ পর্যায়ে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিটা সদস্য সমাজের অসহায় মানুষকে সেবা দিয়েছে। আপনার জানেন বিগত দিনে করোনার সময় মানুষদের কে সেবা দিয়েছি। নিপাহ ভাইরাস, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালিসহ লিফলেট বিতরণ করেছি। সেই ধারাবাহিকতায় আজ ইয়ারপুর ইউনিয়নের ২নং জোন কমিটির আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প,রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদানসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে।

এছাড়াও উপস্থিত ছিলেন, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান হোসেন সুজন ও শুয়েবুর রহমান শুয়েব, সহ-দপ্তর সম্পাদক আবুল হাসান,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রিয়াজুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন ২নং জোন কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহাদাত হোসেন উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলামীনাহ সকল নেতৃবৃন্দ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top